1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত দিঘলিয়ায় শিশু জিসান হত্যার মুল আসামির ফয়সালের বাড়িতে বহিরাগতদের অগ্নিসংযোগ ও ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৫৬ তম বিশ্ব মান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন : ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। র‌্যাব-৬ সাতক্ষীরা থেকে সাত মামলার আসামিকে গ্রেফতার করেছে

তেরখাদায় উপজেলায়া যুবদলের নির্বাচনীয় সমাবেশ তরুণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি সোহেল রানা তেরখাদা থেকে।

তেরখাদা উপজেলায় আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক বিশাল যুব সমাবেশ। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সমাবেশ ঘিরে উপজেলাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের অংশগ্রহণে এলাকা জুড়ে বইছে নির্বাচনী উত্তাপ।

আজ বিকেলে সদরের সরকারি ইখড়ি কাটেঙ্গা হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, সমাবেশে অন্তত ২০ থেকে ২৫ হাজার মানুষের উপস্থিতি প্রত্যাশা করছেন তারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক খুলনা-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আজিজুল বারী হেলাল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা যুবদলের সভাপতি ইবাদুল হক রুবায়েতসহ কেন্দ্রীয়, জেলা,মহানগর ও উপজেলার বিএনপি’র বিভিন্ন পর্যায়ের পর্যায়ের নেতৃবৃন্দ।
যুবদল নেতারা জানান, সমাবেশকে ঘিরে গত এক সপ্তাহ ধরে ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ,পোস্টারিং, ব্যানার টানানো, তোরণ নির্মাণ, মাইকিং ও শোভাযাত্রার মতো কর্মসূচি পরিচালনা করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ সমাবেশস্থলে আসবেন।
(তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির) বলেন, নির্বাচনের আগে এই যুব সমাবেশের মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাই তারুণ্য এখনও গণতন্ত্রের পক্ষে সক্রিয় ও সাহসী। তৃণমূল পর্যায় থেকে হাজারো কর্মী ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে। জনসভায় বিপুল জনসমাগম হবে বলে আমরা আশাবাদী
খুলনা জেলা যুবদলের সভাপতি ইবাদুল হক রুবায়েত বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবদলের এই ধরনের কর্মসূচি মাঠের রাজনীতিতে নতুন গতি আনবে। তেরখাদার এই সমাবেশ খুলনা অঞ্চলে একটি শক্তিশালী বার্তা দেবে যে, বিএনপির যুবসমাজ প্রস্তুত আছে আন্দোলনে অংশ নিতে।
বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন,তেরখাদায় আজকের এই যুবসমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হবে তরুণরা আর ঘরে বসে থাকবে না। তারা রাজপথে থাকবে, ভোটাধিকার আদায়ের লড়াইয়ে সামনে থাকবে।
সমাবেশস্থলে মাঠ সাজানো, সাউন্ড সিস্টেম, নিরাপত্তা এবং মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দলীয় স্বেচ্ছাসেবক টিম সার্বক্ষণিক মাঠে রয়েছে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে।
এদিকে,সাধারণ জনগণের মাঝেও এই যুব সমাবেশ ঘিরে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন জাতীয় নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ শোডাউন যা কেন্দ্রীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমাবেশের মাধ্যমে তেরখাদায় রাজনৈতিক মাঠে বিএনপির সংগঠনী শক্তির একটি বড় প্রদর্শন ঘটবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park