মাজেদুর ইসলাম মাজেদ (তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি):
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় সেরমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ৩য় তলা ভবনের শুভ উদ্বোধন ও বিদ্যালয় কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। নতুন ভবনের শুভ উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহ-কারি শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রকৌশলী মোহাম্মদ আলী,
প্রধান শিক্ষিকা মোছাঃ জাহানারা খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, সেরমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪৫ সালে স্থাপিত হয়। বর্তমানে এখানে ২৫০ জনের অধীক ছাত্র ছাত্রী নিয়মিত পাঠদান করে থাকে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) ১,১৬,৫৩,৯৮০./= ( এক কোটি ষোল লক্ষ তেপ্পান্ন হাজার নয় শত আশি টাকা ) ব্যায়ে মেহেদী হাসান সিপু’র ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে নির্মাণ কাজ শেষে নতুন ৩য় তলা ভবনটি ১লা অক্টোবর ২০২৪ ইং তারিখে উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরার বরাবর হস্তান্তর করা হয়।