ডুমুরিয়া খুলনা প্রতিনিধি।
খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে খুলনা যশোর রোডে কয়রা উপজেলার একটি যাত্রীবাহী লোকাল বাস ধান কাটার শ্রমিকদের নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার প্রাক্কালে বুধবার ২৩ শে এপ্রিল ১২ টায়, গুটুদিয়া নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফোর লেনের ডিভাইডেড এর সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসটি উল্টে যায় এ সময় ৮ থেকে ১০ জন যাত্রী গুরুতর আহত হয় আহত যাত্রীদের স্থানীয়রা সহ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে। এখনো পর্যন্ত কোন নিহত সংবাদ পাওয়া যায়নি।।