ডুমুরিয়া (খুলনা) থেকে শেখ মাহতাব হোসেন।
খুলনার চুকনগরে যথাযোগ্য মর্যাদায় ”চুকনগর গণহত্যা দিবস” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসন, বিএনপি ও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চুকনগর গণহত্যা-৭১ স্মৃতিরক্ষা বধ্যভুমিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া চুকনগর কলেজ, হাসানিয়া দাখিল মাদ্রাসা, চুকনগর প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বধ্যভুমিতে পুস্পস্তবক অর্পণ করে।এরপর খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হকের পক্ষে ¯’ানীয় বিনেপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বধ্যভুমিতে ফুল দিয়ে ৭১ এর গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষ হলে বধ্যভুমি চত্বরে ৭১ এর গণহত্যায় নিহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং ডুমুরিয়া উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন।
অন্যান্যের মধ্যে উপ¯স্হিত ছিলেন ও বক্তব্য রাখেন শেখ আবুল কালাম মহিউদ্দিন, চুকনগর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হাফিজ মাহমুদ, ডুমুরিয়া থানার এস আই শাহীন কাদির, ডুমুরিয়া উপজেলা সাংবাদিক কল্যান সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ, চুকনগর প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমীন, চুকনগর বাজার বনিক সমিতির সভাপতি শাহিদুল ইলাম, কাঠাঁলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স ম আব্দুর রাজ্জাক, প্রভাষক মনিরুল ইসলাম ব্রাউন, বিএনপি নেতা শেখ আবু শাহামা, প্রভাষক মনিরুল হক, হাসানিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহীন কাদির, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, সরদার দৌলত হোসেন, চুকনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা মাহবুব আলম, মফিজুল ইসলাম শেখ, আব্দুল হাই শেখ, মৃনাল কান্তি দাস, সোহেল মাহবুব, হুমায়ুন কবির, ছাত্রদল নেতা মেহেদী হাসান তুহিন, দিপু মল্লিক, সুদেব কুমার দাস, রিফাত শেখ, সাজিদ শেখ, গাজী ফয়সাল প্রমুখ,।।