1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ায় অধিকাংশ হোটেল-রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশ খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত

ডুমুরিয়ায়‌ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়নের ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে সোমবার ১৪জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবন দ্বিতীয় তলায় ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মহসিনা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ডুমুরিয়া থানার ওসি তদন্ত অছের আলী, ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বাইজিদ আব্দুল্লাহ, পরিবার পরিকল্পনা পরিদর্শক এস কে সাইফুল ইসলাম, অমিয় তরফদার, মন্জুরা খাতুন, এস এম শাহিন আলম, প্রমুখ।
যে কোন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যদি আপনি সঠিক উপাত্ত না দেন, তাহালে সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে। তাই উপাত্ত সঠিকভাবে সংগ্রহ করতে হবে। এরই ধারাবাহিকতায় ১৯৭৪ সালে আদমশুমারি করা হয়। সর্বশেষ ২০২২ সালে দেশে জনশুমারি সম্পন্ন করা হয়। বর্তমানে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে অর্থনৈতিক শুমারি চলছে।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যেরভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’।
বিশ্ব জনসংখ্যা দিবসের তার বক্তব্যে সাধারণত জনসংখ্যা বৃদ্ধি, এর প্রভাব এবং পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি তরুণ প্রজন্মের ক্ষমতায়নের ওপর জোর দেন এবং একটি ন্যায্য ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ার লক্ষ্যে তাদের উৎসাহিত করেন। এছাড়াও, দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় এবং জনসংখ্যা বিষয়ক বিভিন্ন ডেটা ও তথ্য উপস্থাপন করেন।
যারা স্বাস্থ্য বিভাগের সাথে জড়িত তাদের নৈতিক দায়িত্বের মাধ্যমে সকল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। দেশের সার্বিক উন্নয়নে পরিবার পরিকল্পনার বিকল্প নেই। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রত্যন্ত অঞ্চলে বর্তমান সরকার ১৫ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এর ফলে মাতৃত্বকালীন মা-শিশু মৃত্যুহার কমে এসেছে।
আলোচনা সভা পুরস্কার বিতরণ করেন এরা হলেন, শ্রেষ্ঠ পুরস্কার পেলেন পরিবার কল্যাণ সহকারী লুপ্তি রাণী মন্ডল,
ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক তাওহীদ হাসান রনি, কাজী সুলতানা জাহান, এস, এম‌,সোহরাব হোসেন,
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন শাহনেওয়াজ বাপ্পী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park