এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-২০২৫ উপলক্ষে আজ দিঘলিয়া উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলার জুলাই যোদ্ধারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এর অবদান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা বলেন, এই দিবস আমাদের স্বৈরাচারবিরোধী চেতনায় উজ্জীবিত করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহস জোগায়।
দোয়া মাহফিলে জাতির শান্তি, উন্নয়ন, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগকারী শহিদদের রূহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিল উপজেলা প্রশাসন, দিঘলিয়া, খুলনা।।