গোপালগঞ্জ প্রতিনিধিঃ
কাশিয়ানীতে জমিজমা বিরোধের জেরে খৃষ্টান পরিবারের উপর হামলা করা হয়েছে, রিপন বিশ্বাস নামে এক ব্যক্তি গুরতর আহত হয়েছেন,। এ ঘটনায় রিপন বিশ্বাসের বড় ভাই স্টিফেন বিশ্বাস শিমন বাদী হয়ে থানায় অভিযোগ দাযের করেন, অভিযুক্তরা হলেন, ১|শের আলী শেখ (৫৫) পিতা মৃত আব্দুল হক শেখ, সাং- চর চাপতা ২| নিতাই চন্দ্র বিশ্বাস পিতা, মৃত অমূল্য কুমার বিশ্বাস, সাং ভাদুলিয়া ৩| নাসির শেখ, পিতা মৃত, শামসুল হক শেখ সাং মাইজ কান্দি,৪| গাফফার শেখ, পিতা, মৃত শামসুল হক শেখ সাং মাইজ কান্দি ৫| লিটু শেখ, পিতা, অজ্ঞাত সর্ব সাং গোপালগঞ্জ কাশিয়ানী চাপতা সহ আরো প্রায় ২০/২৫ জনের একটি সঙ্গবদ্ধ দল সশস্ত্র দেশীয় অস্ত্র নিযে উক্ত পরিবারটির উপর হামলা চালায়। উল্লেখ থাকে যে, উক্ত পরিবারটির বসত বিটায় দীর্ঘদিন যাবত খৃষ্টান অনুসারীদের গির্জা ঘর বা উপাসনালয় অবস্থিত রয়েছে। খোজ খবর নিয়ে জানা যায় একটি মহল দীর্ঘদিন যাবত উক্ত বসত বিটা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে মাঝে মাঝে উক্ত পরিবারটির উপর হামলা চালিয়ে থাকে এমনকি উক্ত পরিবারটিকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়ে থাকে এমন অবস্থায় উক্ত পরিবারটি জীবন বাঁচানোর স্বার্থে থানায় অভিযোগ দায়ের করেন এবং তাদের নিরাপত্তা চেয়ে সরকারের কাছে সহায়তা দাবি করেন।