শেখ শাহীন ব্যুরো প্রধান খুলনা।
খান জাহান আলী থানা ও দৌলতপুর থানা প্রতিনিধি : শাহ আলম গাজী (আলম) এর পাঠানো তথ্য:
খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানা ২৬ শেখ মার্চ সন্ধ্যা ৬ টায় বিশেষ অভিযান পরিচালনা করে।এ সময় খানজাহান আলী থানায় কর্মরত এসআই মোঃ আলিমুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকার গফফার ফুড মোড়ে গিলাতলা দক্ষিণ পাড়ার বাসিন্দা মৃত উজির খানের পুএ মোঃ আঃ কুদ্দুস খান কে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ (ষাট) গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে।পরবর্তীতে বাদীর এজাহার ভিত্তিতে খানজাহান আলী থানার মামলা নং-১০ । খান জাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানান আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) মামলা রুজু করা হয়েছে।।