1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত দিঘলিয়ায় শিশু জিসান হত্যার মুল আসামির ফয়সালের বাড়িতে বহিরাগতদের অগ্নিসংযোগ ও ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগীয় পর্যায় সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ সাড়ে ৯০%।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২২ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান বাংলার চেতনা নিউজ।

 

খুলনা বিভাগীয় পর্যায় সরকারি ভাবে ২০২৫ সালের ধান-চাল সংগ্রহ সময় প্রায় শেষের পথে। খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সুত্রে জানা গেছে,গত ২৪ শে এপ্রিল থেকে সরকারি ভাবে এই কা্যক্রম শুরু হয়। এখানে ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার ৩৭ মেট্রিক টন এবং সিদ্ধ চাল ৭৭৪ টি রাইচ মিলের মাধ্যমে ১লাখ, ৭৩ হাজার ৩১৯ মেট্রিক টন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।

তবে চলতি বছরে সরকারি ভাবে ধানের মুল্য নির্ধারন হয়েছে ৩৬ টাকা কেজি এবং সিদ্ধ চালের মুল্য নির্ধারন হয়েছে ৪৯ টাকা। এবছর ধান-চাল সংগ্রহের সময় শেষ হবে ৩১ শে আগস্ট ২০২৫। তবে চলতি বছরে এখনও পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে ৪৭ হাজার ৪৪২ মেঃ টন বা ১০৫% এবং সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে ১ লাখ ৩১ হাজার ৩৪৯ মেঃ টন বা ৭৬%। ১০ জেলার খাদ্য নিয়ন্ত্রক সুত্রে জানাগেছে,

খুলনা জেলার খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন বলেন,তার সংগ্রহ ধান-১১৯% এবং চাল-৭৩%। বাগেরহাট জেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ দিলোয়ার হোসেন বলেন,তার সংগ্রহ ধান-৮৫% এবং চাল-৬৮%। সাতক্ষীরা জেলার খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি বলেন,তার সংগ্রহ ধান-১০৮% এবং চাল-৭৮%। যশোর জেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ সেফাউর রহমান বলেন, তার সংগ্রহ ধান-১১৪% এবং চাল-৭৮%।

ঝিনাইদহ জেলার খাদ্য নিয়ন্ত্রক প্রিয় কমল চাকমা বলেন,তার সংগ্রহ ধান-১০৪% এবং চাল-৭৮%। মাগুরা জেলার খাদ্য নিয়ন্ত্রক সন্দীপ কুমার দাশ বলেন,তার সংগ্রহ ধান-১১৪% এবং চাল-৮২%। নড়াইল জেলার খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজা বলেন,তার সংগ্রহ ধান-৮২% এবং চাল-৫৬%। কুষ্টিয়া জেলার খাদ্য নিয়ন্ত্রক আল-ওয়াজিউর রহমান বলেন,তার সংগ্রহ ধান-১১৫% এবং চাল-৭৯%। চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ মিজানুর রহমান বলেন,তার সংগ্রহ ধান-৯০% চাল-৭১%। মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ এরশাদ আলী বলেন,তার সংগ্রহ ধান-১১৩% এবং চাল-৯৪%।

সার্বিক বিষয় খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যলয়ের উপ-পরিচালক ইকবাল সোবহান চৌধুরী বলেন,সমস্ত প্রতিকুলতা উপেক্ষা করে সরকার নির্ধারিত সময়ের মধ্যে ধান-১০৫% এবং চাল-৭৬% সংগ্রহ করেছি। আশা করি নিধারিত সময়ের আগে টার্গেট পুরণ হয়ে যাবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার উপজেলা এবং জেলা কর্মকর্তাদের তারা কৌশলে তাদের টার্গেট পুরন করতে চলেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park