মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,।
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২৮ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। বটিয়াঘাটা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০ টার সময় বটিয়াঘাটা উপজেলা পরিষদ মাঠে বকনা বাছুর বিতরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি,আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদ হোসেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু বকর মোল্লা,উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু বকর মোল্লা সহ স্থানীয় সাংবাদিক ও সুধী সমাজ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার ২৮ জন ইলিশ জেলেদের মাঝে ২৮ টি বকনা বাছুর বিতরণ করা হয়।।।