1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত দিঘলিয়ায় শিশু জিসান হত্যার মুল আসামির ফয়সালের বাড়িতে বহিরাগতদের অগ্নিসংযোগ ও ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৫৬ তম বিশ্ব মান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন : ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। র‌্যাব-৬ সাতক্ষীরা থেকে সাত মামলার আসামিকে গ্রেফতার করেছে

খুলনা বটিয়াঘাটায় অফসিজন তরমুজের বাম্পার ফলন কৃষকে মুখে হাঁসির ঝিলিক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা খুলনা থেকে, বাংলার চেতনা নিউজ।

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অফসিজন তরমুজ ব্যাপক আবাদ হয়েছে। এখন বৃষ্টির মৌসুম,মাঠ জুড়ে আমন ধান রোপনের হিড়িক, সমগ্র বিল জুড়ে মাছের ঘের, সেই মাছের ঘের জুড়ে রয়েছে মাচা,আর সেই ঘেরের আইলে লাগানো হয়েছে স্বপ্নের অফসিজন তরমুজ। বর্তমানে ঘেরের মাচায় ঝুলছে কৃষকের স্বপ্ন অফসিজন তরমুজ। খুলনা জেলার

বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নকে বলা হয়ে থাকে তরমুজের বাজার নামে। বিল জুড়ে ঘের,ঘের জুড়ে মাচা, আর ঐ মাচার নিচে ঝুলছে কৃষকের কষ্টের ফসল কোটি কোটি তরমুজ। মাঠ জুড়ে এবার চাষ হয়েছে রিজেন্ট-২, বিগ আস্থা,আস্থা ডাবল প্লাস,নিউ বরিশাল,
তৃপ্তি, জাপান-২,ড্রাগন কিং জাতের তরমুজ চাষ হয়েছে। চলতি ২৪-২৫ অর্থ বছরে ৬৪০ হেঃ জমিতে অফসিজন তরমুজের আবাদ হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫০ কোটি টাকা।

যা দেখে কৃষকের মুখে বইছ হাঁসির বন্যা। গাওঘরা ব্লকের উপসহকারী কৃষি অফিসার অঞ্জন কুমার বিশ্বাস বলেন, আমার ব্লকে রাজাখাঁ বিলে ৭৫০ বিঘা জমি আছে তার মধ্যে প্রায় ৫০০ বিঘাতে অফ সিজন তরমুজের আবাদ হয়েছে। ৪-৫ বছর আগে এই বিলে শুধু মাত্র মাছ আর ধান হতো। গত দুই বছর হচ্ছে এই বিলে অফসিজন তরমুজের চাষ। যার অর্ধেক জমিতে রয়েছে রিজেন্ট-২ জাতের তরমুজ।

এ বছর সুরখালী ইউনিয়নে ৬৪০ হেক্টর এর মধ্যে ৬০০ হেক্টর আবাদ হয়েছে । এ বছর অফসিজন তরমুজ চাষ করে কৃষকেরা লাববান হবে বলে আমরা কৃষি বিভাগ আশাবাদী। বুনারাবাদ ব্লকের উপসহকারী কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, সুরখালী ইউনিয়নে বিসি আরএল প্রকল্পের আওতায় ৪ টি তরমুজের কৃষক মাঠ স্কুল পরিচালিত হয়। প্রতি স্কুলে ৪০ জন করে কৃষক/কৃষাণী আছে। ৭ টি সেশনের মাধ্যমে তাদেরকে অফসিজন তরমুজ চাষের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

রাজাখাঁ বিল সহ সুরখালী ইউনিয়নে খড়িয়াল, রায়পুর,সুরখালী, ভগবতিপুর, সুন্দরমহল,শম্ভুনগর,বারোআড়িয়া,কোদলা,বুনারাবাদ, নাইনখালী,পার্শেমারী,বারোভুঁইয়া ও সানকেমারীতে অফসিজন তরমুজের চাষ করে কৃষকেরা এখন সাবলম্বী। তিনি আরও বলেন, বটিয়াঘাটা উপজেলায় উৎপাদিত অফসিজন তরমুজ যাচ্ছে দেশের বিভিন্ন
প্রান্তে।

উপজেলা কৃষি অফিসার মোঃ আবু বকর সিদ্দিক বলেন, আমরা কৃষি বিভাগ সর্বক্ষণ কৃষকের পাশে আছি। আমরা মাঠ পর্যায়ে প্রযুক্তিগত সহায়তাসহ বিসিআরএল প্রকল্পের আওতায় ৫ টি কৃষক মাঠ স্কুল পরিচালিত হয়। ২০০ জন কৃষক / কৃষাণীকে বীজ সহায়তাসহ ৭ টি সেশনের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছি। আমরা কৃষি বিভাগ আশাবাদী আগামীতে বটিয়াঘাটা উপজেলায় অফসিজন তরমুজের আবাদ আরো বৃদ্ধি পাবে। তবে বৃষ্টির সিজনে খরচ কম,যে কারণে কৃষক বেশি লাভ পায়,এজন্য শতভাগ কৃষক অফসিজন তরমুজ চাষে ঝুকছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park