মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান ঃ
২৮ শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ (শুক্রবার),খুলনা জেলা প্রশাসনের আয়োজনে গণগ্রন্থাগার চত্বরে “একুশে বইমেলা- ২০২৫” এর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা, আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার, (উত্তর) খুলনা, ফারহানা নাজ, সাবেক জেলা শিক্ষা অফিসার, খুলনা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ হামিদুর রহমান, উপ-পরিচালক, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার,খুলনা।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।