1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

খুলনা ইটভাটা শ্রমিক ইউনিয়নের সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৯ বার পঠিত

 

হাবিবুর রহমান বিশেষ প্রতিনিধি

খুলনায় ইটভাটা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে এবং সংগঠনের নেতৃত্ব পুনর্গঠনের লক্ষ্যে খুলনা ইটভাটা শ্রমিক ইউনিয়নের এক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে শ্রমিকরা ন্যায্য মজুরি, কর্মপরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। সম্প্রতি বৈষম্য ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সংগঠনের বেশ কিছু নেতাকর্মী পলাতক থাকায় সংগঠনের কার্যক্রম ব্যাহত হয়। এই পরিস্থিতিতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং মালিকপক্ষের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও তাদের বক্তব্য:

সভায় খুলনা রূপসা উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাবের হোসেন মল্লিক, ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ বকুল শেখ, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন ইজারাদার, সাবেক ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ রোতাব আলী সহ রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও খুলনা ইটভাটা শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির উপদেষ্টা ও বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর কো- অর্ডিনেটর হাবিবুর রহমান, সভাপতি মোঃ নাসির ফকির, সাধারণ সম্পাদক মোঃ বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, নবাগত কমিটির সদস্য মোঃ আসলাম শেখ, মোঃ মাছুম ঢালি, মোঃ আব্দুর সালাম শেখসহ আরও অনেকে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, “ইটভাটা শ্রমিকরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মালিকপক্ষ শ্রমিকদের শ্রমের যথাযথ মূল্য দিচ্ছে না, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করছে না।” তারা আরও বলেন, “শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে এবং মালিকপক্ষের অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

শ্রমিকদের প্রস্তাবিত সিদ্ধান্ত ও পরবর্তী করণীয়:

সভায় শ্রমিকদের অধিকার রক্ষায় নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়: ১. দ্রুততম সময়ের মধ্যে সংগঠনের নতুন নেতৃত্ব গঠনের জন্য একটি নির্বাচন আয়োজন করা হবে। ২. শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে করতে হবে। . শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার আদায়ে সোচ্চার থাকাতে হবে।

শ্রমিকদের প্রত্যাশা:

শ্রমিকরা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব আসার পর তাদের ন্যায্য অধিকার আদায় সহজ হবে। তারা বলেন, “আমরা শুধু আমাদের শ্রমের সঠিক মূল্য চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park