আজ বিকালে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে তালুকদার আব্দুল খালেক এর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদক খুলনা জেলার সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও হাবিবুন নাহারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন উপ সহকারি পরিচালক মোঃ আশিকুর রহমান।
সহকারি পরিচালক রকিবুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, এই বছরের জানুয়ারী মাস থেকে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তার বিরুদ্ধে খুলনা সিটি করর্পোরেশনের দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। দুদকের অনুসন্ধানে তার নামে মোট ১৭ কোটি ৮৬ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে ১৫ কোটি ৫৭ লাখ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন। যা অবৈধ সম্পদ হিসাবে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।
অন্যদিকে দ্বিতীয় মামলায় সাবেক মেয়রের স্ত্রী ও সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে ১ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৫৩৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে তার নামে মোট ৫ কোটি ৬১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে জ্ঞাত আয়ের বাইরে অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ৬৬ লাখ টাকা।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুযায়ী ২টি মামলা দুইটি রুজু করা হয়েছে।।