শেখ শাহীন ব্যুরো প্রধান খুলনা
প্রকৃতিতে শীতের আমেজ ও রোদের রক্ত যত উজ্জ্বল হয় একটু একটু করে উত্তাপ ছড়িয়ে পড়ে বাতাসে। এরই মাঝে স্মৃতি রোমন্থনের মিলনমেলায় যুক্ত হয়েছে একঝাঁক তরুণ-তরুণী। হাসি-আড্ড, স্মৃতিচারণ ও নানা আনুষ্ঠানিকতায় মেতে উঠেছিল খুলনার ফুলতলা উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ।
বুধবার (০২ এপ্রিল) দিনব্যাপী বিদ্যালয় মাঠে নানা আনুষ্ঠানিকতায় অনুষ্ঠিত বিদ্যালয়ের ২০০৩ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে দেখা যায় এমন প্রাণবন্ত চিত্র। অনির্বাণ আলোকশিখা ছড়িয়ে যাওয়া এই বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে এই মিলন মেলায় আলোচনা সভা, স্মৃতিচারণ, আপ্যায়ন ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।
২০০৩ দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা বন্ধুরা বর্তমানে নানা পেশায় কর্মরত ও পড়াশোনায় ব্যস্ত দেশের বিভিন্নস্থানে। পুনর্মিলনীর এই উৎসবে বন্ধুদের সঙ্গে যোগ দিতে এ দিন সকাল ৯টা থেকে স্কুল প্রাঙ্গণে আসা শুরু হয়।ভ্রাতৃত্বের বন্ধনে কৈশোরের পরিচিত মুখগুলোর সঙ্গে একত্রিত হয়ে সকল ক্লান্তি ভুলে বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময় ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ছিলেন ব্যস্ত। স্কুল জীবনের গণ্ডি পার হওয়ার পরে হারিয়ে যাওয়া বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগে সবার সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণে কাটে পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম পর্ব।
দিতীয় পর্বে বিশেষ আকর্ষণ, ছেলেদের অন্ধের হাড়িভাঙ্গা ও মেয়েদের জন্য বাজনার তালে বালিশ বিতরণ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয় খেলাধুলার আয়োজন, সবশেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান।এই ব্যাচের প্রধান আয়োজক মোঃ শফিকুল ইসলাম, রাজিবুল হাসান, রবিউল ইসলাম, হামিদা নাজনীন, রাখি, শারমিন তারা জানান, পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে স্কুল জীবনের সকল বন্ধুদের সাথে একত্রিত হলাম। অনুষ্ঠানের মাধ্যমে বার বার মনে উদয় হলো আমরা ক্লাসে আছি। মন চায় আবার সেই স্কুল জীবনে ফিরে যেতে। একই সঙ্গে যারা এবার নানা কারণে উপস্থিত থাকতে পারেনি তাদের সঙ্গে নিয়ে পরবর্তী পুনর্মিলনী উৎসব আয়োজন করার আশাবাদ ব্যক্ত করা হয়।সার্বিক সহযোগিতায় ছিলেন, আহাদুজ্জামান দীপু, সজীব খান, শাহরিয়ার আমিন মিঠু, জব্বার হোসেন, হাদিউজ্জমান লিটন, এস এম মিজান, রানা, রিপন, সেলিম রেজা, রমজান আলি টিটু, আশরাফুল মোড়ল, মেহেদী হাসান সুমন শরীফ মিনে, তিতাস ফারাজি, মুকিদ, শরীফ, রাখি, আইরিন, নিতু, সুইটি, শতরুপা, মরিয়ম, আরো অনেকে।।