খুলনা প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।
প্রিয় খুলনার খবর ।
সম্পাদক/নির্বাহী সম্পাদক সহ সকল সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে
আজ ৩ রা অক্টোবর ২৫ ইং হতে খুলনার খবর এর সাথে আমার কোন প্রকার সম্পর্ক থাকবে না। এই মর্মে আমি এস.এম.শামীম স্বইচ্ছায় সজ্ঞানে অব্যাহতি গ্রহণ করিলাম, আমি এতদিন জানতাম খুলনার খবর প্রতিষ্ঠান টি সকল সাংবাদিকদের জন্য একটা পরিবার। নিয়ম অনুযায়ী আমি খুলনার খবর এর কোন প্রকার লোগো, স্টিকার, আইডি কার্ড, নাম, কোথাও ব্যবহার করব না। প্রতিষ্ঠানের একটি আইডি কার্ড আমার কাছে রয়েছে, যেটি আমি যথা সময়ে নির্বাহী সম্পাদক সাহেবের বরাবর জমা দিবো। তবে আমি কিছু ভিজিটিং কার্ড সদ্য তৈরি করেছি যে কারণে আমার ব্যবহার করতে হচ্ছে, তবে সেই কার্ড থেকে আমি খুলনার খবর লেখা, লোগো টি অস্পষ্ট করে আমাকে ব্যাবহার করতে হবে।
আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।
বিনিত-
এস.এম.শামীম।