নিউজ ডেস্ক ঃ
খুলনা ২৭ জুন ২০২৫: আইন – শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার (২৭-০৬-২০২৫) ২০৩০ ঘটিকায় খুলনা জেলায়, কয়রা উপজেলার ৪ নং কয়রা লঞ্চঘাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌ বাহিনী। উক্ত অভিযানে সুন্দরবন এলাকা থেকে বিষ প্রয়োগ করে ধৃত প্রায় ১০০ কেজি চিংড়ি সহ মোঃ হাসান সানা কে আটক করা হয়। অজ্ঞাত বাকি ০৩ জন দুষ্কৃতিকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরবর্তীতে, উক্ত আটককৃত ব্যক্তি ও চিংড়ি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়।উক্ত অভিযানে বাংলাদেশ নৌবাহিনী সাথে কয়রা থানা পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর এহেন অভিযানে এলাকাবাসী নৌবাহিনীর প্রতি তাদের সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আইন – শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।।