1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

খুলনার আড়ংঘাটা থানাধিন তেলিগাতী ব্রাক নিউরো ডেভেলপমেন্টাল ডিজাএ্যাবিলিটি (এনডিডি) সেন্টারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস২০২৪’ উপলক্ষে ব্রাক শিক্ষা কর্মসুচির উদ্যোগে আড়ংঘাটা থানাধিন তেলিগাতীতে অবস্থিত নিউরো ডেভেলপমেন্টাল ডিজাএ্যাবিলিটি (এনডিডি) সেন্টারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯ ডিসেম্বর সকাল ৯টায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অর্ন্তভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে প্রতিবন্ধী জনগণ এই প্রতিপদ্যে খুলনা এনডিডির এ বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আকর্ষণীয় ও মনোমুগ্ধকর করতে আয়োজনে কোন কমতি ছিল না। সকাল ৯টায় বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার-২০২৪ এর শুভ উদ্ভোদন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। ব্রাকের খুলনা জেলা সমন্বয়ক মো শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ভোলা উপজেলার ব্র্যাক শিক্ষা কর্মসুচির ব্যবস্থাপক মো জাকির হোসেন। ব্র্যাক এনডিডি সেন্টার খুলনার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহেদী খানম তিশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য করেন দিঘলিয়া উপজেলা সমাজসেবা অফিসার সোহাগ হোসেন, ব্রাক শিক্ষা কর্মসুচির অফিসার শরৎ চন্দ্র সাহা এবং গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি সন্তোষ কুমার ঢালী।
সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীদের মনমুগ্ধকর ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন প্রধান অতিথিসহ অমন্ত্রীত অতিথিবৃন্দ। ক্রিড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা সমাজের গুরুত্বপুর্ণ একটা অংশ তাদেরকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হিসাবে সমাজে স্বীকৃতি দিতে পারি। প্রতিবন্ধীদেরকে দেশের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি-বেসরকারি ভাবে সম্পুন্ন বিনা খরচে তাদেরকে শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন ভাবে দক্ষ করে তুলছে। তেমনি ভাবে আড়ংঘাটা থানাধীন তেলিগাতীতে অবস্থিত ব্রাক নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি (এনডিডি) সেন্টারের শিক্ষক-কর্মচারীরা দক্ষতার সাথে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গড়ে তুলতে কাজ করছে। প্রতিবন্ধী শিশুদেরকে শারিরিক ও মানষিক বিকাশের জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে। এ ধরনের শিশুদেরকে যাতে আমরা মূল স্্েরাতে ফিরিয়ে আনতে পারি সে জন্য আমাদেরকে সরকারি-বেসরকারি প্রণোদনার আওতায় আনতে উদ্যোগ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ব্রাকের খুলনা জেলা সমন্বয়ক মো শফিকুল ইসলাম বলেন, ২০১৪ সাল থেকে ব্র্যাক শিক্ষা কর্মসূচি খুলনা এনডিডি সেন্টারের মাধ্যমে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস, সেরিব্রাল পলসি, বুদ্ধি প্রতিবন্ধী এবং ডাউন সিনড্রোম শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে আসছে। এই সেন্টারের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থার উন্নয়ন, যোগাযোগ দক্ষতার বৃদ্ধি এবং আচরণের ইতিবাচক পরিবর্তন আনা। বিশেষ শিক্ষার পাশাপাশি প্রি-একাডেমিক শিক্ষা প্রদান, মূলধারার স্কুলে ভর্তির সুযোগ তৈরি, অভিভাবক ও কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের মানোন্নয়ন নিশ্চিত করা।
অনুষ্ঠানে ব্রাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park