মোঃ সোহেল রানা বাংলার চেতনা নিউজ খুলনা।
খুলনায় টাকার জন্য নিজের বাবাকে প্রথমে শ্বাসরোধ ও পরে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে।
গত ২ অক্টোবর রাত আনুমানিক ১১ টার সময় খুলনা নগরীর বসুপাড়া বাঁশ তলা এলাকায় একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম লিটন খান, তিনি ফেরি করে মাছ বিক্রি করতেন এবং তার হত্যাকারী ছেলে আবু বকর লিমন (১৭) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলো।
নিহত লিটনের স্ত্রী জানান তার ছেলে গত চার দিন আগে তার এক বন্ধুর বউকে পালিয়ে বিয়ে করে বাসায় নিয়ে আসে।বাসায় আসার পর থেকেই ঘরের আলমিরা সহ সবকিছু তল্লাশি শুরু করে টাকার জন্য মরিয়া হয়ে ওঠে।
পরবর্তীতে কোথাও টাকা না পেয়ে একপর্যায়ে তার বাবাকে বাসায় একা পেয়ে তাকে খুন করে তার পকেট থেকে এবং আলমিরা থেকে যত টাকা ছিলো সব নিয়ে পালিয়ে যায় ।
পুলিশের সূত্র মতে সারে ১১ টার সময় ৯৯৯ এ কল আসার পর তারা ঘটনাস্থলে পৌঁছলে সেখানে ঘরের মেঝেতে লিটনের মরদেহ পরে থাকতে দেখে আর তার মাথার কাছেই পড়েছিলো তাকে জবাই করে হত্যা করা সেই ধারালো বটি।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, হত্যাকাণ্ডের সাথে নিহতের ছেলে আবু বকর লিমন ও তার স্ত্রী চাঁদনী সরাসরি জড়িত।
ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করেছে। লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।।