এস.এম.শামীম, খুলনা ব্যুরো বাংলার চেতনা নিউজ।
খুলনা শহরের গোবর চাকা গাবতলার মোড় এলাকায় এক যুবক কে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে। ২৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ওই যুবকের ওপর অতর্কিত হামলা চালায় এবং একজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আহত যুবক রিয়াজ রক্তাক্ত ও গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার বিষয় জানা যায় আহত রিয়াজ ও একই এলাকার বাসিন্দা আলি নামে এক যুবক এর সাথে একটি মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উক্ত আলী ধারালো ছুরি দিয়ে যুবক রিয়াজ কে আঘাত করে পালিয়ে যায়।
এতে আতহ রিয়াজ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে।