(মোঃ সোহেল রানা “) বাংলার চেতনা নিউজ খুলনা।
খুলনায় অস্ত্র এবং গুলিসহ চার মামলার আসামি তানভীর ইসলাম নিলয়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তাকে খুলনা থানাধীন রূপসা স্ট্যান্ড থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত নিলয় ওই এলাকার বাসিন্দা মনির হোসেনের ছেলে। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী বলে খুলনা থানার পুলিশ জানায়।
খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম নিলয়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ইউনুস নামের অপর এক যুবককে চাঁদার দাবিতে রূপসা স্টান্ড রোডে নিয়ে মারধর করতে থাকে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং ঘটনাস্থল থেকে ভিকটিম ইউনুসকে উদ্ধার করে। এ সময় পুলিশ নিলয়কে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে স্বীকারোক্তি মোতাবেক তার ঘর থেকে একটি সুটার গান এবং একটি গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।।