নিজস্ব প্রতিনিধি,বাংলার চেতনা নিউজ।
নগরীর খালিশপুরের ১১ নং ওয়ার্ডের সাবেক যুবদলের আহবায়ক মাসুদ রানা সন্ত্রাসীদের ছুরিরাঘাতে গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ১২ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে মাসুদ রানা নামে একজনকে এলোপাথাড়ি ভাবে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে চলে যায়। চিৎকার চেঁচামি শুনে আশেপাশের স্থানীয়রা ছুটে এসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্মরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাকরা। তাৎক্ষনিক আহত মাসুদ রানাকে দেখতে ছুটে আসেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও রবিউল ইসলাম রুবেল। তাদের উপস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।