1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

এলডিডিপি প্রকল্পের অর্থায়নে ডুমুরিয়ায় ওয়েট মার্কেট সেবা চালু করতে যাচ্ছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর “

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৩ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

ডুমুরিয়া বাজারে ওয়েট মার্কেট সম্পর্কে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন বলেন,
এই ওয়েট মার্কেট এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং এটি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। তিনি আরও বলেন, “এই মার্কেটটি এলাকার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই মার্কেটটি একটি আধুনিক এবং সুন্দর পরিবেশে তৈরি করা হয়েছে।
ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য এটি একটি চমৎকার স্থান হবে।এই মার্কেটটি এলাকার মানুষের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি এই মার্কেটের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবশেষে তিনি এই মার্কেটটির ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন।খুলনার ডুমুরিয়া উপজেলায় এলডিডিপি প্রকল্পের অর্থায়নে মাংস বিক্রিতাদের ওয়েট মার্কেট কালেকশন” বা কাঁচা বাজারের কালেকশন সেবা কার্যক্রম চালু করতে যাচ্ছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। স্থানীয় বাজারের ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেন আরো বেশী সহজতর, সুরক্ষিত, গতিশীল করার উদ্দেশ্যে ।

আর্থিক অর্ন্তভুক্তির অগ্রযাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এটি স্থানীয় কাঁচাবাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের লেনদেনকে অনেক বেশী গতিশীল, সুরক্ষিত ও আকর্ষণীয় করে তুলবে।

ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির ওয়েট মার্কেট টি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উনার সাথে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এর ভেটেরিনারি ও বায়োমেডিকেল অনুষদের ইন্টার্ণ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। সেসময় তিনি বলেন ওয়েট মার্কেট (Wet market) হল এমন একটি বাজার, যেখানে সাধারণত তাজা মাংস, মাছ, সবজি, ফল এবং অন্যান্য খাদ্যদ্রব্য বিক্রি করা হয়। এই বাজারগুলোতে প্রায়ই জীবন্ত প্রাণীও বেচা-কেনা হয়।
ইন্টার্ণ চিকিৎসকদের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক কার্যক্রম এবং উপজেলার বিভিন্ন খামার, ফিড মিলস, ওয়েট মার্কেট ইত্যাদি পরিদর্শনের ব্যাবস্থা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
ওয়েট মার্কেট সাধারনত এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোতে বেশি দেখা যায়।
চীনে, ওয়েট মার্কেটগুলি ঐতিহ্যবাহী বাজার হিসাবে পরিচিত যেখানে তাজা মাংস, উৎপাদিত পণ্য এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি হয়।
কিছু দেশে, ওয়েট মার্কেট “পাবলিক মার্কেট বলা হয়।
উল্লেখ্য যে,ডুমুরিয়া বাজারে মাংস বিক্রিতাদের ঘর নেওয়ার জন্য আবেদন করতে বলা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park