( নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা )
সাহায্যের আবেদন দেশবাসীর নিকট.
খুলনার তেরখাদা উপজেলার আজোগোড়া ইউনিয়নের আনন্দনগর খরবরিয়া গ্রামের মো. গোলাম মোস্তফার শেখ এর ছেলে মো. ডালিম শেখ লিভার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে প্রায় ৭ মাস ধরে ভুগছে।
তথ্য সুত্রে জানা গেছে, ফাহিম শেখ (১১) নাইম শেখ ( ৯) বছর বয়সে জীবন (যুদ্ধ) সংসারে বোঝা কাঁধে তুলে নিয়েছে এরা দুই ভাই।
তবে মাদ্রাসায় পড়ার পাশাপাশি ভ্যান চালিয়ে অসুস্থ বাবার পাশে দাঁড়িয়েছে শিশু ফাহিম ও নাইম।
অন্যের জায়গায় ঘর তুলে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। বর্তমানে অসুস্থ ডালিম শেখ ভ্যান চালিয়ে তাহার সংসার ও জীবন- জীবিকা পরিবার সহ চালালেও এখন তা থেমে গেছ।
ভ্যান চালক ডালিম হঠাৎ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে থেমে যায় তার ভ্যানের চাকা। সংসারের হাল ধরেন ছোট্ট দুই শিশু নাঈম ও ফাইম।
জীবনের ঝুকি নিয়ে বাবার রাখা তিন চাকাকে সচল করে ঘুরাতে চেষ্টা করছে জীবনের চাকা। আনন্দনগর নেছারিয়া দাখিল মাদ্রাসা পড়ুয়া দুই শিশু।
অসুস্থ -ডালিম শেখ”কে- খুলনা সদর হাসপাতালে ভর্তি
করা হলে পরবর্তী তে সেখান থেকে ফেরত দেন ডাক্তারগণ।
উক্ত হাসপাতালের ডাক্তার গণ-উন্নত চিকিৎসার জন্য
খুলনার আবু নাসের হাসপাতাল ও খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
তবে -খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে – হাসপাতালের ডাক্তার দের দেওয়া রিপোর্ট অনুযায়ী টেস্ট করা হয় – (টেস্ট রিপোর্ট) দেখে ডাক্তার গোলাম মাসুদ (তিনিও) ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেন।ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রায়.আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ হবে -ধারণা দিয়েছে ডাক্তাররা।
ডালিমের পরিবারের সদস্য (৪-চার)- অসুস্থ ডালিম শেখ -তাহার স্ত্রী নয়ন তারা ও ছেলে দুটো-ফাহিম এবং নাইম শেখ।
করুন এ বিপদের সময় – ডালিম সহ তাহার পরিবার
দেশে এবং বিদেশে থাকা ও জেলা -উপজেলা সকল বিত্তবানদের কাছে মানবিক সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।
সাহায্যের বা আবেদন -ফাহিম, নাইম ও ডালিম শেখের পরিবার। অসুস্থ ডালিম শেখ এর বিকাশ. 01824-893 646-পারসোনাল- তবে -আগে ফোনে যোগাযোগ বা কথা বলে নিবেন।।