খুমেক প্রতিনিধি ঃ
আদালতে মামলা করায় বাদীকে মারপিট করে রক্তাক্ত জখম করেছে স্হানীয় দুজন নেতা। স্থানীয়রা আহত অবস্থায় দিনমজুর আকরাম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহত আকরাম মেডিকেল কলেজের সার্জারি ইউনিটে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে, ২৬ জানুয়ারি,রবিবার সকালে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের টালিমায়ামারা এলাকায়। ভিকটিম আকরাম সেখ ও তার পরিবার অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী কৃষক লীহ নেতা একরাম হোসেন ও বিএনপি নেতা নাসির উদ্দিন মিলে রবিবার সকালে দিনমজুর ডাব বিক্রেতা আকরাম শেখ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বালিয়াডাঙ্গা ইউনিয়নের টালিমায়ামারা এলাকার কওসারের বাড়ির সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা ওই দুই রাজনৈতিক নেতা দেশীয় অস্ত্র, লোহার রড দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড আঘাত করে। একই এলাকার
মো: ইকরাম উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও মো: নাসির বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক। পরে তার চিৎকারে হামলাকারী দুইজন পালিয়ে যায়। ভুক্তভোগী আকরাম সেখ আরো বলেন, কিছুদিন আগে আমার স্ত্রী হালিমা বেগম আদালতে একটি মামলা দায়ের করে। সেই মামলা তুলে নেওয়ার জন্য আমার উপর তারা হামলা চালায়। তারা আমাকে জীবনে মেরে ফেলা হুমকি দেয়। বর্তমান আমি হাসপাতালে চরম মানবতায় জীবন যাপন করছি। হয়ত আমার হাত ভেঙ্গে গেছে।
তারা যেকোনো সময় আমার উপর পুনরায় হামলা ও জীবন নাশের ক্ষতি সাধন করতে পারে। চিকিৎসক এর সঙ্গে আলাপ কালে জানান, আকরামের পিঠে এবং হাতে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয় বিএনপি নেতা মোহাম্মদ নাসির বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। সেখানে কওসার, জলিল ও একরাম মারামারির ঘটনাস্থলে ছিলো। আমি ঐ মারামারির সাথে জড়িত নই। এ বিষয় বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ থানায় কেউ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।