খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা জেলার কয়রা উপজেলার বেতকাশি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জনৈক গনেশ মেম্বারের সহযোগিতায় কাটা
হচ্ছে সুন্দরবন গেসা বেরিবাদের গাছ।সরে জমিনে যেয়ে দেখা যায় মেম্বারের কিছু লোকজন এলাকার বিভিন্ন যায়গায় গাছ কাটছে। তাদেরকে জিজ্ঞেস করলে তারা জানান অত্র এলাকার গাছ তারা মেম্বারের আদেশে কাটছেন,এব্যাপারে গনেশ মেম্বারের সাথে কথা বলতে চাইলে সে যানান আমি আপনাদের কাছে কি বলবো না যেখানে বলার সেখানে বলবো,এলাকা বাসির সাথে কথা বলে যানা যায় উক্ত গনেশ মেম্বার অত্র এলাকার ত্রাস বিগত আওয়ামী লীগের আমলে সে এমন কোন অপরাধ নাই যে সে করেন নাই, নাম প্রকাশে অনিচ্ছুক আরো কিছু এলাকা বাসি জানান সুধু বেরিবাদের গাছ না সুন্দরবনের হরিণ শিকার , গাছ কাটা সব কিছুর নিয়ন্ত্রণ করে আসছে গনেশ মেম্বার।
এখানে আরো যানা যায় বনভিবাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগ সাজে তিনি এসব অপকর্ম করে থাকেন।