খান জাহান আলী থানা প্রতিনিধি।
* আ’লীগ পতনের সাথে সাথে খোলস পাল্টাতে ব্যস্ত সেক্রেটারি কিসমত আলী।
আওয়ামী লীগ এর সাইনবোর্ড, দলীয় পদ ও আওয়ামী লীগ অফিসকে পুঁজি করে নিজের আধিপত্য বিস্তার, ব্যবসা-বাণিজ্য ও দখল দারিত্ব চালানোই ছিলো খুলনা মহানগর ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলীর মূল উদ্দেশ্য। আর তারই ধারাবাহিকতায় ইস্টার্ন গেটে অবস্থিত হওয়া দলীয় কার্যালয়কে নিজ প্রভাব খাটিয়ে গড়ে তোলে নিজের জায়গায়।আওয়ামী লীগ এর সু-সময়ে দাপটের সহিত অফিসটি পরিচালনা করে সর্বোচ্চ সুবিধা ভোগ করেন এই কিসমত আলী। এমনকি আওয়ামী লীগ এর জোর খাটিয়ে বিদ্যুৎ বিল পর্যন্ত দিতেন না বলে জানান বর্তমান ভাড়াটিয়া। যা বর্তমানে ৬০ হাজার টাকায় দাড়িয়েছে। কিন্তু ৫ই আগস্টের পট পরিবর্তনের সাথে সাথে তিনি ভোল পাল্টে তার অফিসটি ভাড়া দিয়ে দেন দরজার কারখানা হিসেবে। ভাড়াটিয়া আরো বলেন, আমি ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সেক্রেটারি সৈয়দ কিসমত আলীর কাছ থেকে ১ লক্ষ টাকা অগ্রিম ও ১৪ হাজার টাকা ভাড়ার বিনিময়ে ঘরটি ভাড়া নেই। আওয়ামী লীগ অফিসের সাইন বোর্ড মুছে ফেলে সে আমাকে ঘরটি ভাড়া দেয়।এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকার জনগণের মধ্যে। এতদিন খেয়েছে সাইনবোর্ড বেচে আর এখন খাচ্ছে ভাড়া দিয়ে।।