নিজস্ব প্রতিনিধি ঃবাংলার চেতনা নিউজ।
প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০২৫ খুলনা খালিশপুর ১০ নং ওয়ার্ড নয়াবাটি জনকল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর বাউন্ডারি ওয়াল। এল জিডি এর তত্বাবধনে ঠিকাদার এর মাধ্যেমে নয়াবাটি রেল ক্রস ১৯ নং রোড বাউন্ডারি ওয়ালের কাজ করতে গিয়ে কেসিসির রাস্তা খুরে ঢালাই কলম তৈরি, এবং রাস্তার বেরিবাধ এর বিশ ইন্চি গাথুনি, ইট দুর্নীতি করছে ঠিকাদার । এলাকাবাসির কন্টাক্টর কে বলার পরও কথা না শুনে সম্পূর্ণ হেজিং এর ইট গুলো উঠিয়ে ফেলেছে। সম্পূর্ণ রাস্তার পাশটা ভেঙে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। ইট উঠিয়ে মাটি দিয়ে ভরাট করার পরিকল্পনা করছে। বর্তমান দুর্ভোগ,ও ভবিষ্যৎ এ হতে পারে দুর্ভোগ । ইটের গাড়ি ঢুকিয়ে বিভিন্ন স্থান রাস্তা দেবে গেছে। জনমত একটা করতে গিয়ে আর একটা নষ্ট করছে দেখার নেই কোন লোক। নেই সিটি কর্পোরেশন ও এলজিডি ইঞ্জিনিয়াররা, কেন এগুলো দেখছে না । এছাড়া স্কুল বাউন্ডারি ওয়াল করার আগেই কিছু গাছ কর্তন করার দরকার ছিল, যেগুলো বর্তমান তৈরি ওয়াল এর গা ঘেসে আছে। মাত্র কয়েক বছরে এই বাউন্ডারি ওয়াল ভেঙ্গে যেতে পারে। বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখে, অপরিকল্পিত রোপনকৃত ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করা প্রয়োজন। মাত্র দুই টি গাছ কর্তন করা হয়েছে। যার মধ্যে একটি গাছ মানুষের বাড়ির উপর এসে পড়েছে। যা হতে পারতো মান্তিক দুর্ঘটনা। এছাড়া রাস্তার বিদ্যুতের কেবলগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ভবিষ্যতে আবারও এই দুর্ঘটনা স্বীকার হতে পারে এলাকাবাসী। মাত্র কিছুদিন পরেই আবারো ভেঙ্গে যাবে ওয়ালগুলো কোন ভবিষ্যৎ পরিকল্পনা নেই । স্থানীয় প্রতিনিধি, কর্তৃপক্ষ এবং জনস্বার্থে স্থানীয় সরকার মাননীয় ডিসি মহোদয়ের ও পুলিশ কমিশনার দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত দেখবালের ব্যবস্থা গ্রহণ করুন জনস্বার্থে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.