চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচির আলোকে নড়াইল জেলার কালিয়া উপজেলার পিরোলী বাজার ফুটবল মাঠে বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, বিকেল ৪টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতারা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন জমির হোসেন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি, ১১নং পিরোলী ইউনিয়ন বিএনপি, এবং সঞ্চালনা করেন মাহিনুর ইসলাম, সাবেক সভাপতি, কালিয়া উপজেলা ছাত্রদল। প্রধান অতিথি ছিলেন জুলফিকার আলী মন্ডল, সিনিয়র সহ-সভাপতি, নড়াইল জেলা বিএনপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জহিরুল ইসলাম জহির, যুক্তরাষ্ট্র বিএনপির টেক্সাস স্টেট শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা। তিনি বলেন, “৩১ দফা শুধু রাজনৈতিক স্লোগান নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের বাস্তব নীতিনির্ধারক দলিল। তবে দলের অনেক ইউনিট এখনও বিশ্বাসঘাতকদের নিয়ন্ত্রণে রয়েছে, যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। এভাবে চললে ৩১ দফার বাস্তবায়ন কঠিন হবে।”
জুলফিকার আলী মন্ডল বলেন, “রাষ্ট্রের প্রতিটি স্তরে দুর্নীতি ও একচেটিয়া শাসনের বিরুদ্ধে ৩১ দফা একটি যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু তৃণমূলের অনেক জায়গায় দলীয় আদর্শের বাইরে থেকে আগত অনুপ্রবেশকারীরা বিএনপিকে দুর্বল করছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
বিশেষ বক্তা কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন বলেন, “যারা আন্দোলন ও সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, তাদের কোণঠাসা করে সুবিধাবাজেরা দল নিয়ন্ত্রণ করছে। এ অবস্থা অব্যাহত থাকলে বিএনপি শক্তিশালী হতে পারবে না।”
অধ্যাপক বি.এম. নাগিব হোসেন, ১নং নির্বাহী সদস্য, জিয়া পরিষদ, নড়াইল, বলেন,“আমাদের দলের মধ্যে শুদ্ধি অভিযান জরুরি। যারা দলের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণ না করে সুবিধাবাদীদের সঙ্গে আপস করাটা দলের প্রতি অবিচার। আমার প্রয়াত ভাই বি.এম. বাকির হোসেন বিএনপির জন্য আত্মত্যাগ করেছেন। তাদের কথা মনে রেখে সংগঠনে নৈতিকতার পুনরুজ্জীবন ঘটাতে হবে।”
সভায় আরও বক্তব্য দেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস.এম. সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ এস. সাহা আনন্দ, সেলিম রেজা ইউসুফ, গোলাম কিবরিয়া মিঠু, রবিউল ইসলাম রবি, এম. রেজাউল করিম, জামির হোসেন মোল্লা, রবিউল ইসলাম সাগর। বক্তারা সবাই একমত ছিলেন যে, ৩১ দফা বাস্তবায়নে দলীয় শুদ্ধি ও ঐক্য প্রতিষ্ঠা অপরিহার্য।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.