বটিয়াঘাটা (খুলনা)প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্ৰীষ্ম কালীন তিল ও গ্ৰীষ্ম কালীন মুগ ডাল এবং রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় স্থানীয় উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক'র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,উপ-সহকারি কৃষি অফিসার যথাক্রমে দিপন কুমার হালদার,মোস্তাফিজুর রহমান,ধ্রুব জ্যোতি সরকার, নিবেদিতা বাছাড়, পিন্টু মল্লিক, রাজীব বিশ্বাস সহ সুফলভোগী কৃষক-কৃষাণীবৃন্দ । এসময় ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জন প্রতি ১ কেজি করে গ্ৰীষ্মকালীন তিল, ও ৩'শ জনকে ৫ কেজি করে গ্ৰীষ্মকালীন মুগ ডাল এবং প্রত্যেককে DAP ১০ কেজি করে মোট ৪'শ মেট্রিক টন ও Mop ৫ কেজি করে মোট ২'শ মেট্রিক টন রাসায়নিক সার বিতরণ করা হয় ।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.