তেরখাদা প্রতিনিধি
নৌ গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর সন্ধ্যা ৭ টার দিকে তেরখাদা উপজেলাধীন ৪ নং সাচিয়াদহ ইউনিয়নের সাচিয়াদহ বাজার হতে লেঃ কমান্ডার মোঃ নাঈম-উল-হক (সি) বিসিজিএম, বিএন, (পি নং-২৮০৩)এর নেতৃত্বে ১৩ জন সদস্য মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অপারেশনে প্রাথমিক ভাবে প্রধান সন্দেহভাজন সাচিয়াদাহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ (৪৬) পিতা মোঃ মৃত আমিনুল ইসলাম গ্রামঃ নলিয়ার চর,বর্ণিত ব্যক্তিকে সাচিয়াদহ বাজার সংলগ্ন হতে মাদক বিক্রি করা অবস্থায় আটক করা হয়। বুলবুলের তথ্য মতে তার বাগান বাড়ি হতে *ইয়াবা ১৭০ পিস ইয়াবা, দেশীয় রামদা ০২ টি, টর্চ লাইট ০১ টি, তালা কাটা মেশিন ০১ টি, মোটরসাইকেল ০১ টি,নগদ টাকা ১৮,৮০০/০০, মোবাইল ফোন ০২ টি, মোবাইল সিম ০৮ টি ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। উক্ত যৌথ অপারেশনে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ (০৬ জন) ও অংশগ্রহণ করে।
চেয়ারম্যান বুলবুল আহমেদ তেরখাদা থানার নাশকতা মামলার আসামী। বুলবুল আহমেদ আগেও দুটি (অস্ত্র ও মাদক) মামলায় অভিযুক্ত রয়েছে বলে জানা যায়। আসামি বুলবুলকে এবং জব্দকৃত মালামাল তেরখাদা থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.