মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে
"সমম্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে- মান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসক ও বিএসটিআই এর উদ্যোগে
আজ ১৪ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষ কাঞ্চন ১ এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করবেন জেলা সিভিল সার্জন ডা: মো. আসিফ ফেরদৌস,দিনাজপুর ও জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হোসেন।
উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করবেন বিএসটিআই'র আঞ্চলিক অফিস প্রধান ও উপপরিচালক (সিএম) মোঃ হাবিবুর রহমান।অনুষ্ঠানে আঞ্চলিক অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিভিন্ন সরকারি- বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণের সানুগ্রহ উপস্থিতির অনুরোধ জানানো হয়েছে।
৫৬ তম বিশ্ব মান দিবসে প্রতিপাদ্য বিষয়ক তাৎপর্য, বি এস টি আই এর কার্যক্রম, আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা, পণ্য ও সেবার মান বাস্তবায়নের সরকারী পদক্ষেপ এবং সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন নিশ্চিতে সরকারি- বেসরকারি উদ্যোগ গৃহীত ও সম্পাদিত কার্যক্রম আন্তর্জাতিক মান অনুযায়ী স্বীকৃতি পেলে টেকসই উন্নয়ন সম্ভব হবে যা এসডিজি -১৭ এর সাথে মিলে যায়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.