ক্রাইম রিপোর্টার :এম শাহিনের পাঠানো তথ্যে :
মোঃ স্বপন বেপরী (৫০)
পিতা মিতা আব্দুর রহমান সাং গালুটিয়া পোস্ট :শাহানশাহাগঞ্জ থানা সদর টাঙ্গাইল,
গত কাল সন্ধ্যা ৬:৩০মি:এর সময় নিকটতম বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ ছেলেকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফেরার পথে পথের মাঝখানে তাকে বাঁধাগ্রস্ত করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে দুর্বৃত্তরা স্বপন বেপরী ও তার ছেলের উপরে হামলা চালায় দুর্বৃত্তকারীরা ঘটনাস্থলে স্বপন বেপারীর মাথায় রামদা দিয়ে তিনটা কোপ দেয় এবং এসএসসের পাইপ ও রড দিয়ে এলোপাথারি মারপিট করে তার ছেলেকেও এলো পাথরই মারপিট করে এবং তাদের কাছে থাকা নগদ অর্থ এবং মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ঘটনাস্থল থেকে বাপ এবং ছেলেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজনরা উদ্ধার করে এরপরে হাসপাতালে প্রেরণ করে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে হাসপাতালে ভর্তি আছে। এ বিষয়ে থানায় একটা অভিযোগপত্র ডায়াল করা হয়
অভিযোগ পত্রে ছয়জনের নামে অভিযোগ করা হয়
অভিযোগ পত্রের ভিত্তিতে
উক্ত অভিযোগ টি তদন্তর ভার পায় টাংগাইল সদর থানার এ এস আই মোঃ রেজাউল করিম
উক্ত অভিযোগ পত্রে প্রথম বিবাদী হচ্ছে মোহাম্মদ সিরাজুল ইসলাম (৩৫) পিতা সোনা মিয়া ২ /মোহাম্মদ রাজ্জাক (২৫)পিতা সেতল ব্যাপারী ৩/রবিন (২৫)পিতা তারা ব্যাপারে ৪/আলামিন( ২৪)পিতা নয়ন উদ্দিন ৫/মাসুদ(২০)পিতা চান্দু মৃত ৬/নাঈম (২০)পিতা মজিবুর রহমান ৭/জাহিদ(২৫)পিতা রুহুল ৮/তাওহিদ( ২০)পিতাঃ মোহাম্মদ গফুর ৯/মো গফুর( ৪২)পিতা আব্দুল মজিদ ১০/মো সোহেন (৩০)মোহাম্মদ সিদ্দিক এদের সকলের গ্রাম পাকুল্লা হাজিপাড়া
পোস্ট: শাহানশাহা গঞ্জ থানা সদর টাঙ্গাইল জেলা টাঙ্গাইল
এরা সবাই দুষ্কৃতিকারী এবং অর্থলোভী মাস্তান সমাজের ঘৃণ প্রকৃতির লোক
বাদী স্বপন ব্যাপারে এদের আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে প্রশাসনের কাছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.