নিজস্ব প্রতিবেদক
নিহত-আহতদের পরিবারকে আর্থিক সহায়তার অংশ হিসেবে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা ও খুলনায় পৃথক অনুষ্ঠানে মোট ১৪টি পরিবারের মাঝে এই চেক হস্তান্তর করা হয়।
সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬টি পরিবার এবং বিকাল ৩টায় খুলনা বিআরটিএর কনফারেন্স রুমে আরও ৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন “সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বা আহত পরিবারের দুঃখ-কষ্ট কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে রাষ্ট্রের পক্ষ থেকে এই সহায়তা তাদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরতে সামান্য হলেও অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।
”তিনি৷ আরো বলেন স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে এ ধরনের আর্থিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএর সহকারী পরিচালক ওসমান সরোয়ার আলম সহ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.