রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ বাংলার চেতনা নিউজ।
আজ ৩০ শে জুলাই বুধবার, ২৯ শে জুলাই মঙ্গলবার, সংবিধান বাঁচাও ও দেশ বাঁচাও এর দাবি নিয়ে, কলকাতা প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করলেন।
সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন, প্রখ্যাত সমাজকর্মী শ্রী হর্ষ মান্দার এবং শ্রী নাদিম খান সহ অন্যান্যরা।
তাহারা জানান বিজেপি শাসিত রাজ্যে, বাঙ্গালীদের উপর অমানবিক নির্যাতন, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, তাদেরকে মিথ্যা ভাবে বাংলাদেশে নিয়ে গিয়ে আটক করে রাখা, অবিলম্বে বন্ধ হোক।
তাহারা আরো বলেন, যে ধর্মের মানুষ ,যে ভাষার মানুষ ,যে দেশের মানুষ হোক, তাহাদের ভারতবর্ষে থাকার অধিকার আছে, কোনো ভাবে জোর জুলুম করা যাবে না, আজ পরিযায়ী শ্রমিকরা পেটের জ্বালায় বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে হেনস্তা হচ্ছেন তাদেরকে বাংলাদেশী রোহিঙ্গা বলে জেলে পাঠানো হচ্ছে,
আরো জানান কটক ,ভুবনেশ্বর, পারাদ্বীপে প্রায় ৩২ থেকে ৩৩ লক্ষ বাঙালী বাস করে, তাদের সাথে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে,তবে এটাও জানান, হয়তো বাঙ্গালীদের যে নিয়ম তুলে ধরেছেন, তাহাদের মধ্য থেকে রোহিঙ্গাদের আলাদা করতে গিয়ে কিছু অঘটন ঘটতে পারে, তবে সকল বাঙালী রোহিঙ্গা নয়, তাই সেই দিকেও সরকারকে নজর রাখতে হবে, রোহিঙ্গা বলে বিদেশে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা চলবে না,
একটা কথা জানা দরকার কটকের পরে দ্বিতীয় রাজধানী হচ্ছে কলকাতা, এখানে বিভিন্ন ভাষাভাষির মানুষ বাস করে কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে, উভয় দেশের সকল মানুষের মিলনস্থল হচ্ছে কলকাতা। সবকিছু মাথায় রেখেই সরকারকে এগিয়ে যেতে হবে,যাতে বাঙালিরা অত্যাচারিত না হয়। সাথে সাথে বাংলা ভাষার দিকে ও নজর রাখতে হবে, বাংলা ভাষা বাদ দিয়ে কোন কিছু সম্ভব পর নয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.