মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।
গণতন্ত্র ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জুলাই আন্দোলন’কে স্মরণ করে দেশজুড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির উদ্বোধনী সমাবেশ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “শুধুমাত্র ক্ষমতা বদলের জন্য নয়, বরং একটি নতুন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রত্যাশা থেকেই জুলাই আন্দোলন হয়েছে। এক ফ্যাসিস্টের জায়গায় আরেক ফ্যাসিস্ট বসানোর জন্য নয়, মানুষ রাজপথে রক্ত দিয়েছে। জুলাই আমাদের ভয়কে জয় করতে শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের পর নতুন দেশ তৈরি হলেও সেই দেশের কাঠামো এখনো গড়া হয়নি। আজ গাইবান্ধা থেকে সেই নতুন দেশ গড়ার যাত্রা শুরু হলো, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কথা বলবে নির্ভয়ে, বাঁচবে সমান অধিকারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সঞ্চালনায় ছিলেন তিনি নিজেই। বক্তব্য রাখেন পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, নাজমুল হাসান সোহাগ, ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, এবং কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস।
মাবেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গাইবান্ধায় ইপিজেড ও শিল্প কারখানা স্থাপনের দাবি জানানো হয়। পাশাপাশি গাইবান্ধা জেলা হাসপাতালের চিকিৎসাসেবা উন্নয়নে প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি তোলা হয়।
সমাবেশের আগে সকালে এনসিপি নেতারা রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং সাদুল্যাপুরে এক পথসভায় অংশ নেন। গাইবান্ধার সমাবেশ শেষে নেতাকর্মীরা সড়ক পথে পলাশবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.