মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বিগত সরকারের শিক্ষা কমিশন দেশের শিক্ষা ব্যবস্থা যে ভাবে ধ্বংস করেছে তা পরিবর্তন ও পরিমার্জন করা দরকার। স্কুল, কলেজ,মাদ্রাসা এবং কারিগরি প্রতিটি শিক্ষায় শ্রেণির বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক পর্যালোচনা করে শিক্ষাক্রমের মান যথার্থ করতে হবে। পরিবর্তিত পরিস্থিতি সামাল দিতে দূরদশী কৌশল অবলম্বন করতে হয় ,শিক্ষাণীতি বা ব্যবস্থা এর ব্যতিক্রম নয়। রাষ্ট্রের উন্নয়নের মুল হাতিয়ার শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হলে প্রয়োজন শিক্ষার সংস্কার ও প্রসার । ভিটিটিআই বগুড়ার সভাকক্ষে সকাল ১১ ঘটিকায় শিক্ষা সংস্কার কমিশনের সদস্য(কারিগরি) অধ্যাপক প্রকৌশলী সৈয়দ আব্দুল আজিজ শিক্ষক নেতৃনৃন্দের সাথে মতবিনিময়কালে উপরোক্ত বক্তব্য রাখেন । বগুড়া পলিটেকনিকের অধ্যক্ষ(সাবেক) প্রকৌশলী খোন্দকার গোলাম মোস্তফার সভাপতিত্বে মোঃ হাসান আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বয়ড়া কারগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ । বিশেষ অতিথি ভিটিটিআই অধ্যক্ষ প্রধান অতিথিকে বলেন সরকার পৃষ্টপোশকতা করলে বগুড়া ভিটিটিআই শিক্ষকদের প্রশিক্ষনের জন্য একটি আন্তর্জাতিক প্রশিক্ষন কেন্দ্র হিসাবে পরিচালিত হবে। কারিগরি শিক্ষাক্ষেত্রের চলমান সমস্য,কারিকুলাম পরিবর্তন,পরিমার্জন ,শিক্ষকদের প্রশিক্ষন,একাডেমিক ভবন,শিক্ষার্থীদের উপবৃত্তি এবং কারিগরি শিক্ষাবোর্ড ও কারিগরি অধিদ্প্তরের নানাবিধ বিষয় নিয়ে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুস সালাম,টিএসসি নওগাঁ,অধ্যক্ষ মোঃ শফিউল আলম লিমন,বগুড়া মডেল টেক এন্ড বিএম কলেজ, শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক । ভোকেশনাল শিক্ষাক্রমের কারিকুলাম নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ভোকেশনাল
শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান ।