শাহীন মন্ডল বিশেষ সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়া শাপলা প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর )সকালে স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শাপলা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো.শফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান বাবুল মোল্লা,স্কুলের পরিচালক মো.শফিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো.আরোজ উল্লাহ,দৌলতপুর কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.গোলাম মোস্তফা,কন্ট্রোলার মো.শহিদ উল্লা,শাপলা প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি শুয়াইব আনসারি টুটুল সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, স্কুলটি শুরু থেকে এখন পর্যন্ত সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।এতে পরিচালনা কমিটি ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয়।অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের পুষ্পমাল্য দান ও মিষ্টিমুখ করানো হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.