মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল ২ জুন ২০২৫ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন নাভারন বাজার, সাতক্ষীরা মোড়ের মজিদ মার্কেট এর নবাব বিরিয়ানী হাউজের সামনে মহাসড়কে
প্রাইভেটকার তল্লাশীকালে ০৩ জন মাদক ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন (৩৫), পিতা- জয়নাল আবেদীন, সাং- ওসমানের বাড়ী, শিমরাইল, ওয়ার্ড নং-১৪, পোষ্ট- সারুলিয়া, আলী নেওয়াজ ভুইয়া (২৯), পিতা- মোঃ ইসমাইল মিঞা, সাং- নবাব সলিমুল্লাহ রোড ৩য় অংশ, উভয় থানা- নারায়নগঞ্জ সদর, জেলা- নারায়নগঞ্জ এবং মোঃ ফারুক হোসেন (৪৮), পিতা- মৃত জোবেদ আলী মোল্লাহ, সাং- ধলদাহ, থানা- শার্শা, জেলা- যশোরদেরকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত
সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ১ নং আসামি মোঃ আমজাদ হোসেন ও ২ নং আসামি আলী নেওয়াজ ভুইয়াদ্বয়ের দেখানো মতে এবং তাদের নিজ হাতে প্রাইভেটকারের মধ্য হতে ৪৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেওয়ায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত প্রাইভেটকার এবং গ্রেফতারকৃত আসামিদেরকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করতঃ
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। র্যাব-৬-এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) মুহাম্মদ শাহাদত হোসেন বলেন,আমাদের এই চৌকস বাহিনী জনগণের জানমালের নিরাপত্তা সহ অস্ত্র,মাদক ও যুবসমাজ ধ্বংসের মতো সকল অন্যায়ের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যহৃত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.