মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান,বাংলার চেতনা নিউজ।
মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকা হতে ২৮ কেজি গাঁজাসহ ০৩(তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে।
এছাড়াও র্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল, দেশী-বিদেশী মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করতঃ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুরে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাগুরা জেলার শ্রীপুর থানাধীন ওয়াপদা বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থল থেকে আসামি,
১। প্রবীর বিশ্বাস (৪১), পিতা-ভগিরত বিশ্বাস, সাং-পরমান্দনপুর (রামখালিপাড়া),
২। মোঃ নুর আলম (২৯), পিতা-মোঃ দবির হোসেন, সাং-চাপড়ী মধ্যপাড়া এবং ৩। সোয়েব আক্তার (২৩), পিতা- মোঃ মোকাদ্দেস আলী, সাং-লক্ষীকোল, সর্ব থানা-সদর, জেলা-ঝিনাইদহ দেরকে গ্রেফতার করে এবং উক্ত আসামিদের হেফাজত হতে তাদের হাতে থাকা ট্রাভেল ব্যাগের মধ্যে রক্ষিত ২৮ (আটাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামিরা মাগুরা জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করতঃ আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.