মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
৫ আগস্টে সাতক্ষীরা জেল থেকে পালিয়ে যাওয়া ১১টি মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী,
মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সিপিসি-১ সাতক্ষীরা, র্যাব-৬ কর্তৃক সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত আসামিদেরকে আইনের আওতায় আনতে আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারীর এক পর্যায়ে অদ্য ২০ আগস্ট ২০২৫ র্যাব-৬,
সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন চালতেতলা এলাকা হতে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার জেল পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (২৬), হাজতী নং- ২৬৭৪/২৪, পিতা- আঃ জলিল সাং-ইটাগাছা, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে।
প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায় যে,
আসামি মোঃ সাইফুল ইসলাম (২৬) অস্ত্র, বিস্ফোরক,নারী ও শিশু নির্যাতনসহ সর্ব মোট ১১ টি মামলায় অভিযুক্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারের অন্তরীণ ছিল। উক্ত হাজতী গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ বিকালে ছাত্র জনতার সফল অভ্যুথানের সময় সাতক্ষীরা জেলা কারাগারে জেল রক্ষীদেরকে মারপিট করে জেল গেটের তালা ভেঙে কারাগার হতে পলায়ন করে এবং অন্যান্য আসামিদেরকে পলায়নে সহায়তা করে। উক্ত আসামিগণ সাতক্ষীরা জেলা কারাগার থেকে বের হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পেট্রোল বোমা,
ককটেল,দাহ্য পদার্থ ব্যবহারসহ দাঙ্গা ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জেলা কারাগারের ভিতরে ভাংচুর করে ও আগুন জালিয়ে দিয়ে জেলা কারাগারের সকল নথিপত্রসহ বিপুল পরিমাণ সরকারি সম্পদ ক্ষতি সাধন করেছে এবং কারাগারের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। কারাগার থেকে বের হয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় নাশকতা কার্যক্রম করে। এই সংক্রান্তে সাতক্ষীরা জেলা সদর থানায় একটি নাশকতা মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.