মহিদুল ইসলাম (শাহীন) খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনা,রুপসা এলাকার সাব্বির হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে, র্যাব-৬ ও র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৬ জুলাই ২০২৫ তারিখ ভোরে র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এবং র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারে বর্ণিত প্রধান পলাতক আসামি
সোহাগ হাওলাদার (৪৭), পিতা- মৃত আঃ রশিদ হাওলাদার, সাং- রাজাপুর, থানা- রুপসা, জেলা- খুলনা’কে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম সাব্বির (৩২) ভাংগাড়ির ব্যবসা করতেন। গ্রেফতারকৃত আসামি ও অন্যান্য আসামিরা ভিকটিমের পূর্ব পরিচিত এবং ভিকটিমের সাথে এজাহারে বর্ণিত আসামিদের দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায়
ঘটনার দিন ২৬ জুন ২০২৫ তারিখ রাত অনুমান ২১:৪৫ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য আসামিরা খুলনা জেলার রুপসা থানাধীন রাজাপুর এলাকায় ভিকটিমকে ডেকে নিয়ে গ্রেফতারকৃত ১নং আসামির হুকুমে এজাহারে বর্ণিত অন্যান্য আসামিরা ভিকটিমকে এলোপাথারি ভাবে গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।
উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে খুলনা জেলার রুপসা থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র্যাব-৬, স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত অব্যাহত রাখে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.