মহিদুল ইসলাম (শাহীন)খুলনা ব্যুরোচীফ,বাংলার চেতনা নিউজ।
যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন এলাকা হতে ৮৫ কেজি গাঁজাসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৬। এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে।
এছাড়াও র্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল, দেশী-বিদেশী মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করতঃ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজার বড় চালান দেশের অন্যান্য
এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, অদ্য ২৮/০৮/২০২৫ তারিখ রাতে র্যাব-৬, যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,
যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ০৩নং বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া (পূর্ব পাড়া) সাকিনস্থ জনৈক লাল্টুর বসতবাড়ীতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত বসতবাড়ীর নির্মাণাধীন ইটের তৈরি ভবনের সিড়ির নিচ হতে ০৪ (চার) টি বস্তায় ৮৫ (পঁচাশি) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয় যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১৭,০০,০০০/= (সতের লক্ষ) টাকা। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত অভিযুক্ত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করতঃ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
সার্বিক বিষয় র্যাব-৬-এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) মুহাম্মদ শাহাদত হোসেন বলেন, র্যাব-৬-এর দায়িত্বপূর্ণ এলাকায় হাইওয়েতে ডাকাতি ও ছিনতাই রোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ চেকপোস্টের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন এবং রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ মহাসড়ক এবং এলাকায় বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র্যাব-৬ সদা প্রস্তুত রয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে আমদের অভিযান ২৪ ঘন্টা চলমান রয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.