মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ।
গত ৪ঠা জুন ২০২৫ র্যাব-৬ খুলনায় মহাপরিচালক,র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে র্যাব-৬ এর অধিনায়ক কর্তৃক দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী ও নগদ টাকা বিতরন করা হয়। স্বাভাবিক জীবনে ফিরে আসা আলোর পথের অভিযাত্রীদের উদ্দেশ্যে অধিনায়ক বলেন,
র্যাবের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গত ০১ নভেম্বর ২০১৮ সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করা হয়। সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখার কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সময় দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা আলোর পথের অভিযাত্রীদের পূনর্বাসনের লক্ষ্যে ঘর, দোকান, বাছুরসহ গাভী, জালসহ নৌকা, ইঞ্জিন চালিত নৌকা ইত্যাদি প্রদান করা হয়েছে এবং
ধারাবাহিকভাবে র্যাব এই সহযোগিতা অব্যাহত রেখেছে। সরকারের পক্ষ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা আলোর পথের অভিযাত্রীদের বিরুদ্ধে রুজুকৃত গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সহানুভূতি সহকারে বিবেচনা করত কিছু মামলা ইতোমধ্যে খারিজ হয়েছে এবং বাকীগুলো প্রক্রিয়াধীন রয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে আসা
আলোর পথের অভিযাত্রীদের সাথে অধিনায়ক কুশলাদী ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি কয়েকজনের উত্থাপিত ব্যক্তিগত সমস্যার কথা ধৈর্য্য সহকারে শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের জন্য নির্দেশনা প্রদান করেন । অনুষ্ঠানের পরিশেষে, সবাই মিলে দেশ ও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.