রাজশাহী প্রতিনিধি বাংলার চেতনা নিউজ
রাজশাহী পরিচ্ছন্ন নগরী অশিক্ষা নগরি এ সুনাম সারা বিশ্বে আছে। আজ বা এখন দেখলে মনে হয় এ শহর পুরো নর্দমা জঞ্জালে শহর।
রাজশাহী ২ নং ওয়ার্ড হরেকগ্রাম পূর্ব পাড়া হক ছাত্রাবাসের গলি সৃষ্টি হয়েছে পাইপলাইন ফেটে রাস্তা ভেঙ্গে চলাচলের রাস্তা পুকুরের মতো হয়ে গেছে।
রাজশাহী শহরের সুনাম আর পরিচ্ছন্ন নগরী আর পরিপত্র নগরী বলা খুব দুঃসাধ্য ব্যাপার। এখানে রাস্তা ভেঙ্গে গেলে বাপানির লাইন ফেটে গেলে না আছে সিটি কর্পোরশনের পদক্ষেপ না আছে ওয়াসার পদক্ষেেপ।
আমাদের রাজশাহী শহর এ যেন একজন শহর এখন কেউ কারো কথা শোনে না কেউ কিছু দেখার কথা মনে করে না।রাজশাহী সিটি কর্পোরেশন ওয়াসা সবাইকে ও আশা কর্তৃপক্ষকে বারবার বলার পরেও এখানে কোন পদক্ষেপ না নেওয়ার কারণে পাইপলাইন ফেটে ঢালাই রাস্তা গর্ত হয়ে পুকুর হয়ে গেছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা তাড়াতাড়ি এটার পদক্ষেপ নেন নইলে যেকোনো সময় যেকোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে হরে গ্রাম পূর্ব পাড়া হক ছাত্রাবাসের গুলি নতুন ঢালাই রাস্তা এখন পুকুরে পরিণত হয়েছে এখানে পবা বহন পুর আসনে বিএনপি নেতা মোহাম্মদ রাহানুল ইসলাম রাহান ভাই এ ব্যাপারে অনেককে বলেছে কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয় নাই।
এলাকাবাসী যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তির মধ্যে আছে তাড়াতাড়ি ওয়াসার পাইপ লাইন ও সিটি কর্পোরেশনের রাস্তা ঢালাই রাস্তা ঠিক না করলে আরো বড় ধরনের গর্তে পরিণত হবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.