মোঃ আশরাফুল ইসলাম, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়িতে জামাতে ইসলামীর উদ্যোগে রমজান মাসের পবিত্রতা রক্ষায় ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল
২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ফুলবাড়ি শহরের প্রতিটি রাস্তায় প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে এসে সময়িত হয়। আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা।
আজ শুক্রবার আসরের নামাজের পর ফুলবাড়ী বাসষ্ট্যান্ড সংলগ্ন জামায়াতের উপজেলা কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এতে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলাম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপার্থী ও পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আনোয়ারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি তাজকিরাতুল ইসলাম তানভির সহ অঙ্গ সংঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রমজান মাস পবিত্রতার মাস। আত্মশুদ্ধির মাসের মর্যাদা অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি। কিন্তু আমাদের দেশে রমজান মাস এলেই সিন্ডিকেট করে নিত্য পণ্যের দাম বৃদ্ধি করা হয়। এতে রোজাদারের কষ্ট হয়। এ মাসে সব ধরনের বেহায়াপনা, অশ্লীলতা, অন্যায় বন্ধ করতে হবে।
সব শেষে রমজানের পবিত্রতা রক্ষায় সবাকে সচেতন হওয়ার আহ্বানে দোআ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.