মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের বিরামপুর কল্যাণপুর গ্রামের নাসির মোল্লার ছেলে আব্দুল মালেক যৌতুকের দাবিতে স্ত্রীকে বেধড়ক মারধর করেন।
আজ ১১ই মার্চ সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হাসপাতালে খবর নিয়ে জানা যায় ফুলবাড়ী উপজেলার তিলবাড়ী গ্রামের মোছাঃ মনিরা বেগম ,পিতা : মোঃ মজনু মন্ডল ।পারিবারিকভাবে কল্যাণপুর গ্রামের নসির মোল্লার ছেলে আব্দুল মালেকের সঙ্গে বিবাহ হয় ।যৌতুক বাবদ প্রায় দুই বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছে মেয়ের বাবা। বিগত ১৫ বছর সংসারে প্রায় সময় যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করে । মনিরা বেগম ও তার পিতা এই নির্যাতনের দৃষ্টান্ত শাস্তির দাবি করেন।