মহিদুল ইসলাম (শাহীন) খুলনা বিভাগীয় প্রধান,বাংলার চেতনা নিউজ।
খুলনা বিভাগের যশোর জেলার ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকারের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা চত্বরে ‘উপজেলা সম্মিলিত সচেতন নাগরিক সমাজ’-এর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইউএনও ভুপালী সরকারকে ঝিকরগাছায় পুনর্বহালের দাবি জানান। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম বলেন, ইউএনও ভুপালী সরকার তার কর্মদক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে এলাকাবাসীর হৃদয় জয় করেছেন।
তার হঠাৎ এ বদলি জনগণের সঙ্গে অবিচার। মানববন্ধনে ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা ইউএনওর বদলির পেছনে কলকাঠি নাড়ছেন, তাদের মুখোশ উন্মোচন করা হবে। বদলি আদেশ বাতিল না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন সোহাগ, যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহমদ, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মো. আব্দুস সবুর, সাবেক শিক্ষক মো. আশরাফুল আলম, আরাফাত কল্লোল, আশরাফুজ্জামান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান ও আঁখি খাতুন, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সংসদের সদস্য তৌফিক রেজা টোকন, সনাতন পার্টির কেন্দ্রীয় নেতা রনজীদ বাবু প্রমুখ। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে ভুপালী সরকার ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.