যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন।
যশোর সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ জুন) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহল দল বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় গাঁজা, ক্যালসিয়াম কার্বোনেট, শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ ও কসমেটিকস সামগ্রীসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা।বিজিবি জানায়, পাঁচপীরতলা, আন্দুলিয়া, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আমরা প্রতিনিয়ত মাদক এবং বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করছি।”তিনি আরও বলেন, “জব্দকৃত ভারতীয় পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।সীমান্ত এলাকায় বিজিবির এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.