যশোর জেলা প্রতিনিধি মো মানিক হোসেনঃ
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে অবস্থিত আফিল মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি সম্পূর্ণ শেড। এতে মারা গেছে প্রায় ৪৪ হাজার মুরগি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে ফার্মটির একটি শেডে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মনিরামপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।আফিল ফার্মের ম্যানেজার মফিজ উদ্দিন বলেন, “হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। আমাদের শেডে থাকা ৪৪ হাজারের মতো মুরগি, বৈদ্যুতিক সরঞ্জাম, অটোমেটেড প্রসেসিং মেশিন—সবই পুড়ে গেছে।”
ফায়ার সার্ভিস ও কর্মচারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.